স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : সোমবার মহানবমীর সকালে আগরতলা দুর্গাবাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি অঞ্জলী নেন মুখ্যমন্ত্রী।
পুজো শেষে মুখ্যমন্ত্রী দুর্গা বাড়ি পরিদর্শন করেন। পরে তিনি জানান রাজ্যবাসীর মঙ্গলকামনা করে পুজো দিয়েছেন। সুখ, শান্তি যেন বজায় থাকে সকলের মধ্যে। ত্রিপুরা যাতে সামনের দিকে এগিয়ে যায় তার প্রার্থনা করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।