স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : আজ মহানবমী। শহরজুড়ে উৎসবের আমেজ। খাওয়া দাওয়া, আড্ডা, রাতভর প্রতিমা দর্শন সবকিছুই হবে। সব মিলিয়ে জনজোয়ার হবে মণ্ডপে মন্ডপে। প্রথা মেনে এদিন সকাল থেকেই দুর্গা বাড়িতে মহানবমী পূজা অনুষ্ঠিত হয়।
শত শত দর্শনার্থী এই দিন সমাগম হয় দুর্গা বাড়িতে। প্রাণের উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী। তবে নবমীতে আকাশের মুখ ছিল ভাড়। এদিন সকালে প্রথা মেনে রাজধানীর দুর্গাবাড়িতে সম্পন্ন হয় নবমী পূজা। শহর ও শহরতলীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা নবমী পুজোয় অংশ নেন। দুর্গা বাড়িতে সম্পন্ন হয় বলি। এই বলি দেখার কোন উপক্রম ছিল না সাধারণের। বলি প্রদানের আগে সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন করা হয়। প্রদান করা হয় গার্ড অফ অনার। দুর্গা বাড়ির প্রধান পুরোহিত ও রাজ চন্তাইয়ের উপস্থিতিতে বলি প্রদান পর্ব সম্পন্ন হয়। দুটি ছাগল ও একটি মহিষ বলি দেওয়া হয় নবমী পূজায়।
বলি প্রদান শেষে মূল মন্দির খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। এরপর দুপুর ১২ টায় দেওয়া হয় অন্ন ভোগ। দুর্গা বাড়ির পুরোহিত জানান ১৪৮ বছর পুজো হয়ে আসছে দুর্গাবাড়িতে। এদিন দুপুর ১২ টায় মাকে অন্নভোগ দেওয়া হয়। বিকালে হয় আরতী। রাতে হয় বিশেষ পূজা। মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে শুরু হবে দশমী পূজা। দশমী পূজা শেষে সকাল ১০ টায় ঘট যাবে রাজ বাড়িতে। নারায়ন যাবে লক্ষ্মিনারায়ন বাড়িতে। সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।অপেক্ষার প্রহর শেষ হয়ে মত্তে এসেছিল মা। এবার যাবার পালা। ভক্তদের এক বুক খুশির মধ্যে লুকিয়ে আছে আবার দুঃখও।