Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্লাড সান ক্লাবকে আর্থিক সহযোগিতা প্রদেশ বিজেপি-র

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্লাড সান ক্লাবকে আর্থিক সহযোগিতা প্রদেশ বিজেপি-র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্লাড সান ক্লাবকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল প্রদেশ বিজেপি। শুক্রবার প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ক্লাবের পূজো উদ্যোক্তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, সম্প্রতি অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়ে গেছে ক্লাবের পূজা মন্ডব ও প্রতিমা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুখ্যমন্ত্রী, মেয়র থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক। তারপর আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল। সে অনুযায়ী ক্লাব কর্তৃপক্ষ পূজায় ব্রতী হয়েছে। এবং পুনরায় পুজোর আয়োজন করেছে তারা। প্রদেশ বিজেপির পক্ষ থেকে তাদের মহাষষ্ঠীতে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং পুজো উদ্যোক্তাদের পাশে আছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, বিশেষ পুজোর আয়োজন করে পুজো প্রেমীদের মন ছুঁতে চেয়েছিল ব্লাড সান ক্লাব। কিন্তু মাত্র পুজো তিন দিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী রইল এলাকাবাসী। বিধ্বংসী আগুনে পুড়ে গেছে গোটা মন্ডপ সহ প্রতিমা। সেই জায়গা থেকে পুনরায় মাথা তুলে দাঁড়িয়েছে এবার পুজো মণ্ডপ এবং মণ্ডপে রয়েছে আকর্ষণীয় প্রতিমা। পুনরায় এলাকাবাসী মনে পূজোর আনন্দ দোলা দিয়েছে। থাকে পড়েছে কাঠি। শিউলি ফুলের গন্ধ এলাকায় আবারও পুজোর আনন্দ আগের চেয়ে কোন অংশে কম নয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য