স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : চারিদিকে উৎসবের মরশুম শুরু। উৎসবের মরশুমে সকলে আনন্দে ব্যস্ত হয়ে পড়ায় রক্তদান শিবিরে বন্ধ হয়ে পড়তে পারে। ফলে বিগত দিনের মতো রক্ত সংকট সৃষ্টি হতে পারে রাজ্যের ব্লাড ব্যাংক গুলির মধ্যে। তাই ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে শারদীয় উৎসব সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বক্তব্য রেখে বলেন, রক্তদান কতজন করেছে সেটা বড় বিষয় নয়। দায়িত্ব নিয়ে সকলকে এই গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানে এগিয়ে আসা জরুরী। কারণ রক্তের কোন ধর্ম হয় না। মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তের কোন বিকল্প নেই। এবং যারা রক্তদানে এগিয়ে আসে না তাদের সচেতন করতে রক্তদানের পাশাপাশি প্রচারের প্রয়োজনীয়তা রয়েছে। শ্রী সরকার আরো বলেন দেহদান, রক্তদান ও অঙ্গদানের চেয়ে বড় কোন দান হতে পারে না। তাই এই দানগুলি ক্ষেত্রে সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এ ধরনের কর্মসূচি মানুষের জীবন বাঁচবে।
পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদের আরও বেশি উৎসাহিত করেন। শিবিরে রক্তদাতা তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আয়োজিত শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা।