স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : দুর্গাপূজার আগে ভোক্তাদের মিলল না রেশন শপে সরিষার তেল। কিন্তু ঢাক ঢোল পিটিয়ে রেশন শপের মাধ্যমে সরিষার তেল প্রদান করার ঘোষণা করেছিল সরকার। যাই হোক পুজোর আগে না হলেও মানুষ পূজার পরে সরিষার তেল মিলবে। আর এটাই ভেবে সরকার এবং খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ আর শুভেচ্ছার ঝড় তুলেছে শাসক দল।
শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রেশন শপের মাধ্যমে সরিষার তেল প্রদান করার সিদ্ধান্তে সরকারকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। পাশাপাশি আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত রেল পরিষেবা চালু হওয়ার জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের জানান, যুব সমাজকে যারা নেশায় আসক্ত করে শেষ করে দিচ্ছে তাদের ছেড়ে কথা বলা হবে না। আরো জানান, সম্প্রতি অভয়নগর স্থিত একটি পুজো মণ্ডপে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বলে জানান তিনি। এছাড়াও বর্তমান সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা অমিত রক্ষিত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।