স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : বৃহস্পতিবার বামুটিয়া ফাঁড়ির পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক মহিলাকে আটক করতে সক্ষম হয়। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজার সহ বেশ কয়েকটি জায়গায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্রে করে বামুটিয়া পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল পুলিশ।
জানা যায়, বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সঞ্জয় দেববর্মা জানান, শারদীয়া দুর্গোৎসবে বামুটিয়া ফাঁড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রাখার লক্ষেই মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে দুটি জায়গা থেকে ১৪১ বোতল মদ উদ্ধার করা হয়। অভিযানে এক মহিলা আটক করা হয় বলে জানান।