স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : বোন জামাই হাতে খুন শ্যালক। ঘটনা জিরানিয়ায়। অভিযুক্ত বোন জামাই নাম শরীফ হোসেন। ঘটনার বিবরণে জানা যায়, শরীফ হোসেন বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ বাড়িতে আসায় তার স্ত্রীর সাথে বাদে ঝগড়া। সে সময় শ্যালক সফর আলী মিয়া গিয়ে বাধা দিলে একটা সময় পর দুজনের মধ্যে বাদে ঝগড়া। তারপর বোন জামাইকে মারধর করে সফর আলী মিয়া।
তখন শরীফ হোসেন ধারালো ছুরি দিয়ে আঘাত করে শ্যালককে। পরবর্তী সময় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় জিরানিয়া মহকুমা হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু কূলে ঢলে পড়ে সফর আলী মিয়া। শুক্রবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত ব্যক্তির পরিবারের লোকজনেরা অভিযুক্ত বোন জামাইয়ের ফাঁসির দাবি জানায়। জিরানিয়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে।