স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : বৃহস্পতিবার সন্ধ্যায় ডিউটি থেকে নিজ বাড়িতে ফেরার সময় রহস্যজনক মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। খোয়াই পদ্মবিল এলাকায় পুলিশ কনস্টেবল সুজন বিশ্বাসের সাথে এই ঘটনার সংগঠিত হয়। জানা যায় তার বাড়ি কড়ইমুড়া এলাকায়।
নরসিংগড় পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার ডিউটি সেরে তিনি বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু সন্ধ্যা সাতটা নাগাদ পদ্মবিল এলাকায় তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। বাইক থেকে প্রায় দশ হাত দূরে তাকে দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। দমকল কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় খোয়াই হাসপাতালে। অবস্থা আশঙ্কা যেন দেখে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর রাত দেড়টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরিবারের লোকজনেরা পুলিশ কনস্টেবল এর অস্বাভাবিক মৃত্যু বিষয়টি সাধারণভাবে দেখছেন। ঘটনার তদন্তের দাবি জানান তারা। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। মৃত পুলিশ কনস্টেবলের বয়স ৪৩ বছর।