স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : মহাষষ্ঠীর সকালে ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক শ্রমিক। শ্রম দপ্তরের উদাসীনতা ও শ্রমিকদের অসাবধানতার কারনে একের পর এক ঘটছে অনাকাঙ্খিত ঘটনা। ঘটনাটি ঘটে বিশালগড় এন সি নগর এলাকায়। আহত শ্রমিকের নাম দীপ দত্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। আহত শ্রমিককে উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে।
আহত শ্রমিকের দু-হাতে আঘাত লেগেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এবং অবস্থা গুরুতর হওয়ায় রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু শ্রমিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসন থেকে। কিন্তু সেই সকল নির্দেশিকা শ্রমিকরা মানছে কিনা তা খতিয়ে দেখার মতো কেউই ছিল না। শুধুমাত্র নিয়ন্ত্রিত পক্ষ থেকে বসে মাস শেষে মোটা অংকের বেতন কমছে শ্রম দপ্তর। একের পর এক শ্রমিক দুর্ঘটনার কবলে পড়লেও সরকারি বাবুদের কুম্ভ নিদ্রা ভাঙছে না। শ্রমিকদের কাজ করার সময় দপ্তরের কর্মীদের কোন নজরদারি নেই বলাই চলে।