Sunday, May 25, 2025
বাড়িরাজ্যশান্তিপূর্ণভাবে দূর্গা পূজা সম্পন্ন করতে পুলিশের বিশেষ ব্যবস্থাপনা

শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা সম্পন্ন করতে পুলিশের বিশেষ ব্যবস্থাপনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : সার্বজনীন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় তার জন্য বিশেষ ব্যবস্থাপনা রেখেছে পশ্চিম জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে তুলে ধরেন। তিনি বলেন শান্তিপূর্ণভাবে সার্বজনীন দুর্গাপূজা সম্পূর্ণ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

 এ বছর পশ্চিম জেলার প্রায় সাড়ে নয় শতাধিক দুর্গাপূজার প্যান্ডেল রয়েছে। এর মধ্যে প্রায় আট শতাধিক পুজো প্যান্ডেল সদর এলাকায়। নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ প্রশাসন ২৫২০ জন টিএসআর জওয়ানকে দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। পাশাপাশি থাকবে সাত শতাধিক পুলিশ এবং চার শতাধিক এসপিও জওয়ান। পাশাপাশি ২৫ টি নাকা পয়েন্টে ব্যবস্থা করা হয়েছে। ৬০ টি পুলিশ বুথ থাকবে। এবং পুলিশের অফিসারদের একটি প্রতিনিধি দল বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করে সিসি ক্যামেরা এবং সিকিউরিটি রাখার জন্য উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছেন। এবং শহরের বাড়তি নিরাপত্তার জন্য ৩০ টি অতিরিক্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এই পাশাপাশি বর্ডার এলাকায় যাতে কঠোর নজরদারি বজায় রাখা হয় তার জন্য বিএসএফকে বলা হয়েছে।

এবং কোন ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত পরিমাণে সিআরপিএফ রয়েছে বলে জানান। আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার আরও বলেন পূজোর চার দিন বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত নো এন্ট্রি থাকবে। রাধানগর, ভগবান ঠাকুর চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনি, কামান চৌমুহনি, সেন্ট্রাল রোড, চিত্তরঞ্জন রোড, বটতলা সহ মোট ১৬ টি জায়গায় নো এন্টি বজায় থাকবে। শান্তিপূর্ণভাবে রাজ্যবাসী যাতে দুর্গাপূজা উপভোগ করতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!