স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : পঞ্চমীতেই রাজ্যের বিভিন্ন জায়গায় অধিকাংশ ক্লাবের পূজা মণ্ডপের দ্বার খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। শুধু রাজধানী নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন করা হচ্ছে মণ্ডপের।
পঞ্চমীতে উদ্বোধন হয় অমরপুর ট্রাইজংশন এলাকায় দেশবন্ধু ক্লাবের পূজা মণ্ডপের উদ্বোধন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন অমরপুর শান্তি কালি আশ্রমের চিত্ত মহারাজ, বিধায়ক রঞ্জিত দাস, জেলা শাসক, অমরপুর প্রেস ক্লাব সম্পাদক প্রানময় সাহা সহ বিশিষ্টজনেরা।
আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, স্বচ্ছতা থাকলেই মানুষ বিশ্বাস করবে। কেন্দ্রের মতো ত্রিপুরা সরকার স্বচ্ছতায় বিশ্বাসী। আইন- শৃঙ্খলায় ভালো অবস্থানে রয়েছে ত্রিপুরা। পুজাতে সবাই মিলে যাতে আনন্দ উল্লাসে থাকেন।সবাই মিলে হাসিখুশি যাতে থাকেন সেই চেষ্টা করা হচ্ছে। অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। নেশার বিরুদ্ধে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। নেশার সঙ্গে যারা যুক্ত তাদের কোন অবস্থায় ছাড়া হবে না। প্রতিদিন নেশা সামগ্রী ধরা পড়ছে। এদিন অনুষ্ঠানে প্রচুর উৎসব প্রেমী মানুষ অংশ নেন। মণ্ডপ উদ্বোধনের পরেই লোকজন প্রতিমা দেখতে ভিড় করেন মণ্ডপে।