স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : মাঝে আর মাত্র দুদিন। তারপরই সার্বজনীন দুর্গাপূজা। এই দুর্গাপূজা যাতে সকলে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উদ্যোগে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাফাই কর্মী ও সুলভ কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এইদিন রবিন্দ্র ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সাফাই কর্মীরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যায়। সকলে তা প্রত্যক্ষ করে। কিন্তু কেউই বিষয়টিকে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করে না। সকলে মানুষ। এক এক জন এক এক কাজ করে। কিন্তু সকলকে একসাথে রাখার জন্য কাজ করে জাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে। দুর্গা পুজাতে সকলে মিলে যেন আনন্দ করতে পারে তার জন্য বস্ত্র দান করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এইদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর প্রদীপ চন্দ, কর্পোরেটর রত্না দত্ত, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক সহ অন্যান্যরা।