Saturday, December 21, 2024
বাড়িরাজ্যবিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়লো দুর্গাপূজার মণ্ডপ সহ প্রতিমা, পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়লো দুর্গাপূজার মণ্ডপ সহ প্রতিমা, পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : রাত পোহালের পঞ্চমী। কিন্তু চতুর্থীর দুপুরে খুশির আবহের মধ্যে বিস্মিত হওয়ার ঘটনার সাক্ষী রইল আগরতলাবাসী। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পুজো মণ্ডপ এবং প্রতিমা। ঘটনা অভয়নগরস্থিত ব্লাড সান ক্লাবের পূজো মণ্ডপ ও প্রতিমা। স্বাভাবিক ভাবেই বিভিন্ন ক্লাব গুলিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

অভয়নগরস্থিত ব্লাড সান ক্লাবেও এইদিন চূড়ান্ত প্রস্তুতি চলছিল। বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও যথারীতি বিদ্যুৎ পরিবাহী লাইন সারাই করে যায়। এরই মধ্যে স্থানীয়রা প্রত্যক্ষ করে ক্লাবের পূজা মণ্ডপে দাউ দাউ করে আগুন জলছে। সাথে সাথে খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর ও দমকল বাহিনীর কর্মীদের। স্থানীয়দের অভিযোগ খবর দেওয়ার প্রায় ২০ মিনিট পরে ঘটনাস্থলে এসেছে দমকল বাহিনীর কর্মীরা। ততক্ষণে ব্লাড সান ক্লাবের পূজা মণ্ডপ ও মূর্তি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যদিও অভিযোগ অস্বীকার করে দমকল কর্মীরা। দমকল কর্মীদের দাবি তাদেরকে খবর দেওয়ার দুই মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে গেছে।

এবং ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। তবে এইদিনের অগ্নিকাণ্ডের ফলে ব্লাড সান ক্লাবের পূজা মণ্ডপ ও মূর্তির পাশাপাশি ক্লাব ঘরের যথেষ্ট ক্ষতি হয়েছে। এদিকে ঘটনার দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার-মানিক সাহা। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, আগরতলার উজান অভয়নগর স্থিত ব্লাডসান ক্লাবে পুজোর প্যান্ডেলে কাজ চলাকালীন আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিমার কাঠামো সহ পূজো প্যান্ডেল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনা দুঃখজনক। এই ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত বলে জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বজনীন পুজো উদ্যোক্তাদের প্রতি বলা হচ্ছে, পুজো প্যান্ডেল নির্মাণ চলাকালীন আনুষঙ্গিক সতর্কতা অবলম্বন করার জন্য। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। হাতে আর সময় নেই, এই অবস্থার মধ্যে কি ভাবে পূজা করবে তা ভেবে কুল কিনারা পাচ্ছে না ব্লাড সান ক্লাবের সদস্যরা। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপ সরজমিনে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন ক্লাবের সদস্যদের সাথে। পরে মুখ্যমন্ত্রী জানান কি ভাবে অগ্নিসংযোগ ঘটেছে তদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে। আপাতত জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে ব্লাড সান ক্লাবকে যতটা সম্ভব সাহায্য করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য