স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : দুর্গাপূজার আর মাত্র তিন দিন বাকি। মন্ডপ তৈরিতে চলছে জোড় প্রস্তুতি। আর এর মধ্যেই ঘটে গেল অঘটন। শান্তি বাজার মোটর স্ট্যান্ড পূজা মন্ডপ তৈরি করছিলেন অসীম বণিক নামে এক শ্রমিক। মঙ্গলবার রাত সাড়ে আটটার নাগাদ পা ফসকে মাটিতে পড়ে যায় এই শ্রমিক। তারপর উদ্ধার করে নিয়ে যায় শান্তির বাজার হাসপাতালে।
কিন্তু কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কা জনক দেখে রেফার করেন জিবি হাসপাতালে। বর্তমানে আহত শ্রমিক অসীম বণিক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তবে শ্রমিকদের অসচেতনতা এবং সম দপ্তরের দায়িত্ব পালনের অভাবে এ ধরনের ঘটনা ক্রমশ রাজ্যে বাড়ছে। জীবন ঝুঁকি নিয়ে দিনরাত এক করে কাজ করেন শ্রমিকরা। কিন্তু দপ্তর শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করতে বারবারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতে করে জীবন ঝুঁকিতে পড়ছে শ্রমিকদের। বহু শ্রমিক গুরুতর আহত হয়ে পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছে। কিন্তু হেলথ নেই সংশ্লিষ্ট দপ্তরের। শান্তিরবাজারে আহত শ্রমিক বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।