স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : ২০ আগষ্ট ২০২০ সালে একাধিক দাবিতে প্যারাডাইস চৌমুহনীতে আন্দোলনে শামিল হয়েছিল সিপিআইএম। কিন্তু সেই সময় করোনা আইন লংঘন করায় পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়েছিল। মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় আদালত বিরোধী দলনেতা মানিক সরকার সহ আট নেতৃত্বকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
সে মোতাবেক পূর্বেও আদালতে এসে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। মঙ্গলবার পরবর্তী হাজিরা দিনক্ষণ ছিল। সে মোতাবেক সকাল সাড়ে দশটায় বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা আদালতে উপস্থিত হন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিরোধী দলনেতা মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জেলে নিতে চাইলে জেলেও যাবেন।