স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : মনিপুরের প্রখ্যাত মানবাধিকারী কর্মী বাবলু লৈতনগ্বম একটি মন্তব্যকে কেন্দ্র করে আরএসএস মদতপুষ্ট শক্তি সংবিধান বহির্ভূত কার্যকলাপ চালায়। এবং এই মানবাধিকারী কর্মীর বাড়িতে ব্যাপক ভাংচুর চালায় দুর্বৃত্তরা।
এবং এভাবে আইন বহির্ভূত কার্যকলাপের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে মনিপুরে। এরই প্রতিবাদে ত্রিপুরা মণিপুরী স্টুডেন্ট-ইয়ুথ কো অডিনেশন কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাধানগর স্থিত রাধা মাধব মন্দির সংলগ্নে। উপস্থিত সংগঠনের যুগ্ম সম্পাদক প্রবীন সিংহ। তিনি এ বিষয়ে বিস্তারিত অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান।