স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : ভট্ট পুকুর কালীটিলা এলাকায় এক যুবকের বাড়িতে দুষ্কৃতিকারীদের আক্রমণ, ভাঙচুর বাড়িঘর, লুটপাট স্বর্ণালঙ্কার, নগদ অর্থ। গৃহবধূকে থানায় মামলা না করার জন্য ও সাংবাদিকদের না জানানোর হুঁশিয়ারি স্থানীয় কাউন্সিলর বাপ্পি দাসের নেতৃত্বে ক্লাবের সদস্যদের বলে অভিযোগ।
ঘটনার বিবরণে জানা যায়, গৃহকর্তা বাড়ি ফেরার সময় তাকে ক্লাবের কয়েকজন যুবক টিপ্পনি দেয়। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে স্থানীয় শান্তি সংঘ ক্লাবের কিছু যুবক এসে বসত করে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তরা হল সানি সাহা, কেশব দাস, অসীম দাস ও কুডু সহ ৮ থেকে ১০ জন যুবক। আরো অভিযোগ বাড়ির গৃহবধূরকে গণধর্ষণের চেষ্টা করা হয়। পরবর্তী সময় স্থানীয় ক্লাবের সম্পাদক এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে বলেন বিষয়টি যাতে সাংবাদিক ডেকে না বলা হয়, পাশাপাশি কোন ধরনের মামলা যাতে না করা হয়। শেষ পর্যন্ত পরিবারটি আজ রাস্তায় বসার উপক্রম। এ ধরনের সংস্কৃতি আগে এলাকায় না থাকলেও এবার ঘটতে চলেছে সুশাসন জামানার এমনটাই নয়া সংস্কৃতি।