Thursday, October 10, 2024
বাড়িরাজ্যদুর্বিষহ অবস্থা রাজ্যে, অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি

দুর্বিষহ অবস্থা রাজ্যে, অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : কাজ ও খাদ্যের অভাবে রাজ্যে চলছে এক দুর্বিষহ অবস্থা। এ পরিস্থিতির মধ্যে সরকার মানুষের উপর আক্রমণ নামিয়ে এনেছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, বর্তমানে রাজ্যে উৎসবের আবাহের মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা পরিলক্ষিত হচ্ছে। মানুষের এই উৎসবের প্রস্তুতিতে গুরুতর বিপত্তি নামিয়ে আনা হয়েছে। দ্রব্য মূল্যের বাজার অস্বাভাবিক ভাবে বেড়েছে।

ক্রয় ক্ষমতা নাগালের বাইরে। প্রাক পূজা প্রকল্প অবাস্তবায়িত হওয়ায় ফলে মানুষের হাতে কোন অর্থ নেই। পূজার আনন্দে মেতে ওঠার অভিপ্রায় মানুষ হারিয়ে ফেলেছে। চাঁদার জুলুমবাজি না করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেও যান চালকদের অতিষ্ঠ করে তুলছে কিছু পুজো উদ্যোক্তারা। এর কোন পরিবর্তন নেই। পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী করার নির্দেশ দিলেও এখন পর্যন্ত দেখা যায়নি কেউ গ্রেপ্তার হতে। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব হবে সবার। এই বার্তা বার বার ব্যহত হচ্ছে বর্তমান সরকারের আমলে বলে অভিযোগ করেন তিনি। সরকারের বিভিন্ন কার্যকলাপের ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এটা কাঙ্খিত নয়। রেশন শপের মাধ্যমে ক্যানভাস ব্যাগের নামে মানুষকে প্রতারনা করছে সরকার। যা প্রচার চালাচ্ছে বাস্তবে তা নয় বলে জানান পিসিসি সভাপতি। খাদ্য সামগ্রী ভর্তুকিতে না দিয়ে কমিশন বানিজ্যের নামে মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে বোকা বানানোর প্রচার চালাচ্ছে সরকার। এর তীব্র প্রতীবাদ জানায় প্রদেশ কংগ্রেস সভাপতি। বিনামূল্যে রেশন সামগ্রী প্রদানের দাবি জানান পিসিসি সভাপতি। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দুর্নীতি এ সরকারের আমলে চরম সীমায় পৌঁছে গেছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসে মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য