স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : প্রেমিকের হাত ধরে পালিয়ে আসা প্রেমিকার রহস্যজনক মৃতদেহ উদ্ধার প্রেমিকের বাড়ি থেকে। এই ঘটনাটি সংঘটিত হয় রাজধানীর নন্দন নগর এলাকায়। ঘটনায় বিবরণের জানা যায়, ছয় মাস আগে ফেসবুকে প্রেমে জড়িয়ে পড়ে রিতা মালাকার নামে ১৯ বছর বয়সী যুবতী জুটন সরকার নামে যুবকের সাথে পালিয়ে আসে।
তারপর দুই পরিবারের পক্ষ থেকে যুবক-যুবতী পালিয়ে আসার বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। কিন্তু জোটনের পরিবারের পক্ষ থেকে রিতাকে গৃহবধূ হিসেবে ঘরে তুলে নেওয়া হয়। শুক্রবার রিতা কৈলাশহর তার বাপের বাড়িতে যাওয়ার জন্য স্বামীকে বললে তার স্বামী জানায় শনিবার তাকে নিয়ে যাবে। তারপর ঘরে রিতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় জুটনের পিতা। তারপর রিতাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে জানান যুবকের পরিবার। এই ঘটনায় ক্রমশ রহস্য উকি দিচ্ছে। পুলিশ তদন্তে নামলে খুন নাকি আত্মহত্যা সেটা স্পষ্ট হবে।