স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : ত্রিপুরায়ও বিশ্ব হিন্দু পরিষদের শৌর্য জাগরণ যাত্রা চলছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই রথ রাজ্যের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করছে। শনিবার পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় এই ধর্ম রথ পরিক্রমা করবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা উপ-প্রান্তের তথা পশ্চিম জেলার ধর্ম প্রসা ত্রিপুরার প্রবক্তা বিজয় সাহা।
তিনি জানান শনিবার রবীন্দ্র ভবনের সামনে শৌর্য জাগরণ যাত্রার সমাপ্তি হবে। বিজয় সাহা জানান শুক্রবার ধর্ম রথ তপোবন আশ্রমে এসে রাত্রি যাপন করবে। শনিবার সকালে এই যাত্রা শুরু হয় জেলার বিভিন্ন জায়গায় ঘুরবে। এই কর্মসূচী বজরঙ দলের মাধ্যমে সম্পন্ন হবে। এতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সংগঠন মহামন্ত্রী বিনায়ক রাও দেশপাণ্ডে।