Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যশারদীয়া মিলন মেলার আয়োজন কালিকা জুয়েলার্সের

শারদীয়া মিলন মেলার আয়োজন কালিকা জুয়েলার্সের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : অন্যান্য বছরের মত এ বছরও শারদীয়া মিলন মেলার আয়োজন করেছে কালিকা জুয়েলার্স। শুক্রবার হরিগঙ্গা বসাক রোড স্থিত কালিকা জুয়েলার্সের শোরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান কর্ণধার মৃন্ময় চৌধুরী।

 তিনি রাজ্যবাসীকে অগ্রীম শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, দূর্গা পূজাকে কেন্দ্র করে চারদিকে পূজার আয়োজন জোর কদমে চলছে। শারদ উৎসবে প্রতিবছর কালিকা জুয়েলার্স শারদীয় মিলন মেলার আয়োজন করে। অগণিত ক্রেতা সাধারণের সাথে মিলিত হওয়ার জন্য এই সুবর্ণ সুযোগ প্রতিবছর পালন করা হয়।

এ বছরও এই আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের বিভিন্ন প্রদেশের আকর্ষণীয় ডিজাইনের হালকা থেকে ভারী সোনার গয়নার অফুরন্ত সম্ভার। পাশাপাশি কালিকা জুয়েলার্সের মধ্যে রয়েছে বাণিজ্যিক আদান প্রদান। এবার নির্বাচিত পঞ্চকন্যারা পাবে মজুরিতে সম্পন্ন ছাড়। সবার জন্য থাকছে নিশ্চিত উপহারের ডালি এবং মজুরিতে কুড়ি শতাংশ ছাড়। শারদীয় মিলন মেলা ও ধনতেরসের নির্বাচিত ৫ জন সোনার মেয়ে পাবে একটি করে স্কুটি। এই উৎসব অফার চলবে আগামী ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত। এই সুযোগ গ্রহণ করার জন্য ক্রেতাদের উদ্দেশ্যে আহবান জানান কর্ণধার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য