স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাজ্যে হর ঘর নেতাজি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান নরেন চ্যাটার্জি শুক্রবার বাধারঘাট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নেতাজির আদর্শ সম্মিলিত লিফলেট বিলি করেন।
সঙ্গে ছিলেন বাধারঘাট এলাকার বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার সহ অন্যান্যরা। নরেন চ্যাটার্জি জানান, ভারতবর্ষে বর্তমানে যে অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট ও ধর্ম নিয়ে যে বিভেদ, তা থেকে একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শই মুক্তি দিতে পারে। দারিদ্রতা বেকারত্ব অনাহার ভারত বর্ষ এক সংকটের মধ্যে দিয়ে চলছে। তা থেকে একমাত্র মুক্তি দিতে পারে নেতাজি সুভাষ চন্দ্রের ভাবাদর্শ মত ও পথ। তার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান।