স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : রাজ্যের মানুষ রেল পথে যেন মুম্বাই যেতে পারে তার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রীর নিকট দাবি জানানো হয়েছিল। সেই মোতাবেক এক সপ্তাহ পূর্বে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস সরাসরি মুম্বাই যাবে।
৫৫ ঘণ্টায় লোকমান্য তিলক এক্সপ্রেস আগরতলা থেকে মোম্বাই পৌঁছে যাবে। আগামী ১৫ অক্টোবর আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মোম্বাই-র উদ্দেশ্যে রওয়ানা হবে আনুষ্ঠানিক ভাবে। লোকমান্য তিলক এক্সপ্রেসের সুচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার এমবিবি বিমান বন্দরে ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী বক্তব্য রেখে বলেন, এমবিবি বিমান বন্দরের মতো উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে এমবিবি বিমান বন্দরের ন্যায় দ্বিতীয় কোন বিমান বন্দর নেই। এমবিবি বিমান বন্দর থেকে আগামীদিনে আন্তর্জাতিক বিমান চলাচল করবে। আরসিএস স্কিমে আগরতলা-চিতাগাং-এর মধ্যে বিমান পরিষেবা চালু হবে। আগরতলা ও বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ার পর সহসাই সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়ার মধ্যে বিমান পরিষেবা চালু করা সম্ভব হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা করার করা হয়ে গেছে। প্রধানমন্ত্রী হিরা মডেলের কথা বলেছিলেন। ব
র্তমানে রাজ্যে ৬ টি জাতীয় সড়কের কাজ চলছে। ১৫ অক্টোবর আগরতলা ও মুম্বাই-এর মধ্যে লোকমান্য তিলক এক্সপ্রেস চালু হবে। সাব্রুম ও আগরতলার মধ্যে আরও একটি ডেমো ট্রেন চলাচল করবে। সহসাই কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস সাব্রুম পর্যন্ত চলাচল করবে। বর্তমানে আগরতলা থেকে প্রায় ২০ টি ট্রেন চলাচল করছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী অটো চালকদের উদ্দেশ্যে বলেন এইদিন তাদেরকে যে ইউনিফর্ম প্রদান করা হয়েছে, সেই ইউনিফর্ম অটো চালকদের গরিমা ও আত্মসম্মান বৃদ্ধি করবে। কোন পেশা ছোট নয়। অটো চালকরা পরিশ্রম করে অর্থ উপার্জন করে। পরিবহন দপ্তর ইউনিফর্ম নিয়ে অটো চালকদের পাশে দাঁড়িয়েছে। সরকার অটো চালকদের কথা ভাবে বলেই তাদের জন্য ইউনিফর্মের ব্যবস্থা করেছে। ব্যবহারের মাধ্যমে সম্মান অর্জন করতে হবে। যাত্রীদের টানা হেঁচড়া করে সম্মান অর্জন করা যাবে না। মন্ত্রী সুশান্ত চৌধুরী অটো চালকদের প্রতিদিন ইউনিফর্ম পরিধান করে অটো চালানোর আহ্বান জানান। তিনি আরও বলেন বছরে একবার অটো চালকদের বিনামূল্যে ইউনিফর্ম প্রদান করা হবে। প্রায় ৩০০ জন অটো চালকের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়।