Saturday, January 18, 2025
বাড়িরাজ্যরাজ্যে বেআইনিভাবে প্রবেশ করল শুকর, নড়ে চড়ে বসল প্রশাসন

রাজ্যে বেআইনিভাবে প্রবেশ করল শুকর, নড়ে চড়ে বসল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : ত্রিপুরা সুন্দরী দিয়ে ত্রিপুরায় প্রবেশ করল ১০০ টি শুকর। রাজ্যের ক্ষেত্রে বেআইনি বললেন এ আর ডি ডি -র ডেপুটি ডাইরেক্টর ডাঃ রাজেশ শ্যাম দাস। জারাজ্য সরকারের কড়া নির্দেশ বহির্রাজ্য থেকে শুকর এই রাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ বহির্রাজ্যে শুকর গুলির মধ্যে যে রোগের হাতছানি রয়েছে তাতে আক্রান্ত হলে রাজ্যের শুকর ফার্ম গুলি ধ্বংস হয়ে যাবে।

কিন্তু  বুধবার রাতে দিল্লি থেকে আগত ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ১০০ -র অধিক শুকর রাজ্যে প্রবেশ করছে। খবর পেয়ে এ আর ডি ডি র ডেপুটি ডাইরেক্টর ডক্টর রাধেশ্যাম দাস প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন এবং আরপিএফ -এর সাথে যোগাযোগ করেন। কিন্তু হাতের সময় কম থাকায় শুকর গুলি ধর্মনগর রাখা যায়নি। তিনি জানান আগরতলা যাওয়ার পর এই শুকর নিয়ে আসা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বহির্রাজ্য থেকে শুকর আশা এখানে পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু রেলে করে শুকর আসার অভিজ্ঞতা আগে জানা ছিল না। এই প্রথমবারের মতো রেলে করে রাজ্যে শুকর প্রবেশ করল। সরকারি নিয়ম অনুযায়ী বহিরাজ্য থেকে এখন কোন শুকর আসলে সেগুলিকে পুশ ব্যাক্ করে দেওয়ার নিয়ম রয়েছে। এদিকে যারা সরকারি ঋণ গ্রহণ করে শূকরের ফার্ম চালাচ্ছেন তারা রাজ্যে এইভাবে শুকর প্রবেশে আতঙ্কিত হয়ে পড়েছে। যদি কোন ভাবে সেই শুকরগুলি থাকে তাদের ফার্মের শুকর সংক্রামিত হয় তাহলে মড়ক লেগে যাবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য