স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : বুধবার আনন্দ দেববর্মা পাড়া জে বি স্কুল সংলগ্ন একটি জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। উদ্ধার হওয়া পচা গলা মৃত বৃদ্ধ ব্যক্তির নাম দুখীশ্যাম হালাম।
বাড়ি পশ্চিম লালছড়ির হালাম পাড়ায়। পরিবারের লোকের অভিযোগ ওই এলাকার এক মহিলা কর্তৃক খুন করা হয়েছে। পরবর্তী সময় তার মৃতদেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়। এদিকে পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল সে । অভিযুক্ত মহিলাকে আমবাসা থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।