স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : ছাত্র-ছাত্রী এবং যুব সমাজকে মনে রাখতে হবে তাদের এই দেশের জন্য কিছু করতে হবে। এবং এই দেশের কৃষ্টি সংস্কৃতি পরম পরা ও ঐতিহ্য হারিয়ে ফেললে চলবে না। সেই দিশায় নিয়ে এগিয়ে যেতে হবে। বুধবার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত যুব উৎসবের বক্তব্য রেখে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন আগে উচ্চ শিক্ষার জন্য রাজ্যের বাইরে যেতে হতো।
এখন উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে হয় না। ত্রিপুরায় দুটি মেডিকেল কলেজ, ল ইউনিভার্সিটি, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ সহ অন্যান্য বহু সুযোগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে হাব হয়ে উঠছে ত্রিপুরা। ন্যাশনাল হাইওয়ে হয়েছে ছয়টি, আরো চারটি হচ্ছে। এবং বহু সংস্থার মালিকরা এখন ত্রিপুরায় আসে ব্যয় করার জন্য। কারণ জাতি জনজাতির মেলবন্ধন ত্রিপুরা। এই রাজ্যে শান্তি ও সম্প্রীতি আছে বলে জানান মু্খ্যমন্ত্রী। ছবিমুড়া, নারিকেল কুঞ্জ, মেলাঘর, ঊনকোটি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন হয়েছে। বিদেশ থেকে পর্যটকরা এখন ত্রিপুরায় আসে সেসব পর্যটন কেন্দ্র গুলি ঘুরে দেখার জন্য।
তাই সার্বিক দিক থেকে দেখলে বলা যায় ত্রিপুরার বিকাশ খুব দ্রুত গতিতে হচ্ছে। এর জন্য গর্ব করার দরকার যুব সমাজের বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নেশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে নেশার জন্য। তাই যারা এ ধরনের নেশার সাথে জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন যারা এ ধরনের নেশার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আরো বলেন, এ সরকার ছাত্রদের পাশে আছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য আধিকারিক।