স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : মঙ্গলবার সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয় ভারতের গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী শেফালী মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন নারী সমিতির নেত্রী রমা দাস, প্রাক্তন সংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্য নেতৃত্ব। সকলে প্রয়াত নেত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরবর্তী সময় প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য এবং নারী নেত্রী রমা দাস শেফালী মজুমদারের সাংগঠনিক কাজকর্ম বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। আগামী দিনে সেই দিশায় সংগঠনের অন্যান্য নেতৃত্বকে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।