Saturday, February 8, 2025
বাড়িরাজ্যস্কলারশিপের দাবিতে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

স্কলারশিপের দাবিতে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : সঠিক সময়ের মতো স্কলারশিপ মিলছে না তপশিলি জাতিভুক্ত বি এইড উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের। দীর্ঘ দিন যাবৎ স্কলারশিপের টাকা পাচ্ছেন না তারা। কারোর ১০ শতাংশ টাকা একাউন্টে ডুকেছে। অনেকের আবার তাও হয়নি। তপশীলি জাতি কল্যাণ দপ্তরের দুর্বলতার কারনে এই সমস্যা হচ্ছে।

গত ২০ সেপ্টেম্বর স্কলারশীপের টাকা মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে তপশীলি জাতিভুক্ত বি এইড উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা। সেই সময় ছাত্র ছাত্রীদের আশ্বাস দেওয়া হয়েছিল ৫ অক্টোবরের মধ্যে বকেয়া টাকা একাউন্টে চলে যাবে। অথচ এখনো পর্যন্ত তা পূরণ হয়নি।

কলেজ থেকে প্রতি মুহূর্তে তাদের উপর চাপ দেওয়া হচ্ছে বকেয়া টাকা পরিশোধ করার জন্য। তিন মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও স্কলার শীপের টাকা না দেওয়ায় শনিবার গুর্খাবস্তী স্থিত তপশীলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে ফের সাক্ষাৎ করে তপশীলী জাতিভুক্ত বি এইড উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা। কিন্তু নিশ্চিত করে কোন দিনক্ষন না জানানোয় অধিকর্তার কক্ষের বাইরে ধর্নায় বসে তারা। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করে তপশীলী জাতিভুক্ত বি এইড উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা। পরবর্তীতে আধিকারিকদের সাথে কথা বলেন তারা।  কিন্তু কোন সুরাহা বের  হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য