স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : মানব পাচারে ব্যর্থতা ঢাকতে পারছে না সীমান্ত রক্ষী এবং রাজ্য প্রশাসন। সীমান্তে কাঁটাতার থাকার পরেও বি এস এফ -র নজর এড়িয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ অব্যাহত। বাংলাদেশ থেকে পণ্য সামগ্রীই কিংবা মানবপাচার সমস্ত কিছুর জন্য করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে এই সীমান্ত।
স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। শুক্রবার গভীর রাতে ঋষ্যমুখ ব্লকের পুরাতন মতাই আশীষ মজুমদারের বাড়ি থেকে আটক করা হয় চারজন বাংলাদেশী নাগরিককে। একই সংগে আটক করা হয় বাড়ির মালিক আশীষ মজুমদারকে। সূত্রের খবর এই আশীষ সীমান্ত রক্ষী বাহিনীদের চোখে ধুলো দিয়ে মানব পাচারের সাম্রাজ্য গড়ে তুলেছে বিলোনিয়া মহকুমা জুড়ে। ১০৯ নম্বর সীমান্ত রক্ষী বাহিনী ও ঋষ্যমুখ ফাড়ির যৌথ অভিযানে মানব পাচারকারী শ্যামল মজুমদারের বাড়ি থেকে এই চার জন বাংলাদেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানোর পর জানা যায় তাদের কাছে কোন বৈধ কাগজপত্র নেই। ঋষ্যমুখ পুলিশ ফাঁড়ি থেকে গ্রেপ্তার হওয়া চারজন বাংলাদেশের সহ বাড়ির মালিক আশিস মজুমদারকে বিলোনিয়া থানাতে সোপর্দ করা হয়। গুজরাটের সুরাটে উদ্দেশ্যে যাওয়ার জন্যই বাংলাদেশ থেকে ভারতে আসে তারা বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে।