স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : কুমারঘাট থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হল ধর্মগরের লালছড়া থেকে। জানা যায়, গত ১০ই আগস্ট কুমারঘাট থানার অধীন আশ্রমপল্লীর বাসিন্দা পাপ্পু চক্রবর্তীর বাড়ি থেকে একটি বাইক চুরি হয়। মামলা দায়ের করা সত্ত্বেও পুলিশ বাইকটি উদ্ধার করতে পারেনি।
বৃহস্পতিবার উত্তর জেলার ধর্মনগরের লালছড়া এলাকা থেকে আকাশ পাল নামে এক যুবকের কাছ থেকে বাইকটি উদ্ধার করা হয়। এই বাইক চুরির পিছনে ফটিকরায়ের চেবরি চৌমুহনি এলাকার এক যুবকের নাম উঠে আসে। পুলিশ তদন্ত শুরু করেছে।