স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : গ্রেটার তিপরাল্যান্ডের দাবিতে ১২ ঘন্টা বনধের ১৫ দিনের মাথায় পুনরায় কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের প্রধান বিরোধীদল তিপ্রা মথা। বৃহস্পতিবার রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি ঘোষণা দেন প্রাক্তন মন্ত্রী তথা তিপ্রা মথার নেতা মেবার কুমার জমাতিয়া। তিনি বলেন, গত ৩০ সেপ্টেম্বর রাজ্যের ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত শান্তিপূর্ণভাবে এডিসি এলাকায় বনধ সম্পন্ন হয়।
মোট ৩৫ টি জায়গায় পিকেটাররা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়েছে। এবং এতে পুলিশ প্রশাসন সহ সাধারণ মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার জন্য পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানান মেবার জমাতিয়া। তিনি বলেন আগামী ১৪ অক্টোবর খুমুলুঙে তিপ্রা মথার পক্ষ থেকে এক মেগা মার্চ র্যালি হবে। এতে প্রত্যেক লোক কমিটির পক্ষ থেকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজ্যে ৩০ থেকে ৪০ হাজার মানুষ কম করে এই মেগা মার্চ র্যালিতে অংশ নেবে বলে আশা ব্যক্ত করেন মেবার কুমার জমাতিয়া। আয়োজিত সাংবাদিক সম্মেলনে যেদিন এছাড়াও উপস্থিত ছিলেন তিপ্রা মথার নেতা রাজেশ্বর দেববর্মা। তিনি জানান প্রত্যেক ব্লক কমিটির নেতৃত্বকে শান্তিপূর্ণভাবে এই মেগা মার্চ র্যালি অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি তিনি মথার কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির ঘোষণা দেন।