স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরন এক ভারতীয় নাগরিক। মুক্তিপন বাবদ এক লক্ষ টাকা দাবী করছে অপহরন কারীরা। অপহরণ হওয়া ব্যক্তির রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাফ্রু মগ। স্বামীকে অপহরন কারীদের কাছ থেকে মুক্ত করার জন্য বিলোনিয়া মহকুমার রাজনগর পি আর বাড়ি থানার পুলিশের দ্বারস্থ হয়ে এমনটাই বললেন স্ত্রী। শুধু তাই নয় পাগল বলে আখ্যায়িত করার পাশাপাশি গালিগালাজ করে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শও দেয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
পুলিশের সাহায্য সহযোগিতা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। জানা যায়, রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাফ্রু মগ বিলোনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে ঘুরতে যায় গত ১৩ সেপ্টেম্বর। বুধবার বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা। ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয় স্বামী চাইলাফ্রু মগ। এরপর বুধবার ভোরে চাইলাফ্রু মগের স্ত্রীর কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তি পন দাবি করে। এরপর কোন উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশ চাইলাফ্রু মগের স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করে তাড়িয়ে দেয়। দিশেহারা হারা বিলোনিয়া মুহুরিঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন।
আইসিপি ইনচার্জ তখন গ্ৰুপ ডি পদে কর্মরত সুধন সুরের সাথে চাইলাফ্রু মগের স্ত্রীকে পাঠায় মুহুরী ঘাট সীমান্ত গেইটের কাছে বাংলাদেশ ইমেগ্ৰেশান এর সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য। সেই সময়েও এক বিএসএফের কনস্টেবল এসে আইসিপি কর্মীকে গালিগালাজ করে গেইটের কাছ থেকে সরিয়ে দেয়, বিএসএফ কনস্টেবলকে ঘটনার বিষয়ে বলার পরেও। এরপর আইসিপি কর্মী সহ বিএসএফ সাথে শুরু হয় বাকবিতন্ডা। এরপর বিএসএফ কনস্টেবল আইসিপির পক্ষে ঢুকে আইসিপি ইনচার্জের সামনেই কর্মরত সুধন সুরকে মারধর করার জন্য তেড়ে আসে বলে অভিযোগ। এই বিষয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা আইসিপি ইনচার্জের পক্ষ থেকে বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে। বর্তমানে চাইলাফ্রু মগের স্ত্রী দিশেহারা। কি করবে ভেবে পাচ্ছে না। প্রশাসনের সহযোগিতায় তার স্বামী যাতে সুস্থ অবস্থায় ফিরে সেই আশায় বুক বেঁধে আছে তিন সন্তানের জননী।