স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : ফাইন্যান্স কোম্পানির কারা দুর্ভোগের শিকার এক ব্যক্তি। জানা যায়, রাজধানীর গান্ধীঘাট এলাকার বাসিন্দা দেবব্রত দাস বাড়ি তৈরি করার জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রধান শাখায় লোণের জন্য আবেদন করেছিলেন। পরে তাকে ব্যাঙ্ক শাখা থেকে জানানো হয় বেসরকারি সংস্থা বাজাজ ফিনান্স থেকে লোন নিয়ে তা এখনও পরিশোধ করেননি।
ফলে লোণ পাবেন না। এতে অবাক উদ্যানবিদ্যা দপ্তরের কর্মী দেবব্রত দাস। তিনি পরে শঙ্কর চৌমুহনী বাজাজ ফিনান্সে গিয়ে দেখা করলে উনারা জানান তাঁর নামে কোন লোন নেই। উনার প্যান কার্ড ব্যবহার করে খোসবাগান এলাকার দেবব্রত বিশ্বাস নামে আরেক ব্যক্তির আধারকার্ড ব্যবহার করে লোণ মঞ্জুর করা হয়েছে। বিষয়টি জানিয়ে দেবব্রত দাস চিঠি জমা দিলেও বাজাজ ফিনান্স থেকে কোন রিসিভ কপি জমা দেওয়া হয়নি বলে অভিযোগ। এনিয়ে উনার সঙ্গে তালবাহানা করা হয়। বাধ্য হয়ে প্রতারণার শিকার দেবব্রত দাস পশ্চিম থানায় যান। সেখান থেকে উনাকে রামনগর ফাঁড়িতে পাঠানো হয়। এখন ঘটনার তদন্ত করছেন পুলিস। প্রতারিত দেবব্রত দাস ক্ষোভ উগরে বাজাজ ফিনান্সের স্থানীয় অফিসের কর্তৃপক্ষের ভূমিকায়। প্রশ্ন উঠছে নাম একই থাকলে ঠিকানা বাবার নাম দুই রকম থাকা সত্ত্বেও কি করে লোণ মঞ্জুর করা হল বাজাজ ফিনান্স থেকে। প্রশ্ন উঠছে তবে কি সমস্ত কিছু যাচাই না করেই লোণ মঞ্জুর করা হয়? নাকি এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে? দাবি উঠেছে পুলিসি তদন্তে তা খুঁজে বের করার।