Monday, December 4, 2023
বাড়িরাজ্যআটক শুকনো গাঁজা

আটক শুকনো গাঁজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : খোয়াই ট্র্যাফিক ইউনিটের উদ্যোগে মোটর ভেহিকেল চেকিংয়ের সময় বাইক সহ গাঁজা উদ্ধার হয়। ঘটনা বৃহস্পতিবার খোয়াই থানাধীন পহরমুড়া চার গড়িয়া আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ৩৫ কেজি।

 ঘটনার বিবরণে জানা যায় খোয়াই ট্রাফিক ইউনিটের উদ্যোগে খোয়াই পহরমুরা এলাকায় খোয়াই আগরতলার উপর মোটর ভেইকেল চেকিং এ বসে। গোয়েন্দা পুলিশের তথ্য অনুসারে TR 04 A 6631 নম্বরের একটি বাইক আরোহীকে ট্রাফিক পুলিশ দাঁড় করানোর জন্য নির্দেশ প্রদান করে। সেই সময় বাইক আরোহী বাইকটিকে ঘুরিয়ে বাইকের গতিবেগ বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রাফিক পুলিশ এই বাইকটির পিছু ধাওয়া করে। প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে পহরমুড়া চারগড়িয়া আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়ার সামনে বাইকটি রেখে বাইক আরোহী পালিয়ে যায়। পুলিশ বাইকটি তল্লাশি করে ৩৫ কেজি গাজা উদ্ধার করে বলে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য