স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বুধবার যুব জাগৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা , জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা সহ বিশিষ্ট জনেরা।
নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এটা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সকলে মিলে এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশা মুক্ত ত্রিপুরা করতে এগিয়ে আসতে হবে। সেই উদ্দেস্যেই যুব জাগৃতি অনুষ্ঠানের আয়োজন বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।