Saturday, July 27, 2024
বাড়িরাজ্যদুর্গা পুজার চাঁদার জুলুমের প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ পণ্যবাহী যান চালকদের

দুর্গা পুজার চাঁদার জুলুমের প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ পণ্যবাহী যান চালকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : সরকারের তরফে চাঁদার জুমুম না করার বার্তা দেওয়া হলেও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে জুলুমবাজি। অভিযোগ বিভিন্ন জায়গায় রাস্তায় যানবাহন আটকে মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে। এবার এধরনের অভিযোগ উঠল পণ্যবাহী যান চালকদের তরফে। অভিযোগ কমলপুর ও কদমতলা থানা এলাকায় রাস্তায় যানবাহন আটকে চাঁদার জুলুমবাজি করছেন পূজা উদ্যোক্তারা।

 অভিযোগ ৪-৫ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে। এতে রাজি না হলে যানবাহনে ভাঙচুর, চালককে মারধর করা হচ্ছে। এমনকি গাড়িতে থেকে মাল আটকে রাখা হচ্ছে। তারা জানান পুলিসকে জানিয়েও কোন সুরাহা হচ্ছে না। এই অবস্থায় বাধ্য হয়ে যানবাহন শ্রমিকরা বুধবার পথ অবরোধ করেন কৈলাশহর পদ্মের পাড় এলাকায়। এতে দুদিকে আটকে যায় যানবাহন। আন্দোলনকারীরা দাবি জানান চাঁদার জুলুমবাজি বন্ধ ও আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এদিকে ঘটনা জানতে পেরে ময়দানে নামেন ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সাহা। তড়িঘড়ি ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। দীর্ঘ সময় গাড়ির চালকদের সাথে আলোচনা করার পর সমস্যা সমাধানের আশ্বাসে যান শ্রমিকরা অবরোধ তুলে নেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য