স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : রাজ্য সরকার এবং আগরতলা পুর নিগমের কারণে পূজার মুখে গরীব মানুষের রুটি রুজিতে আঘাত নেমে আসছে। তাই এর বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের সদর জেলা কমিটির নেতৃত্ব। এ বিষয়ে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, রাজ্য সরকার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে একদিকে জনগণের উপর আর্থিক বুঝা চাপিয়ে দিয়েছে। এবং প্রাক পুজের আগে আগরতলা শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর নির্মম অত্যাচার নামিয়ে এনেছে আগরতলা পুর নিগম। মেয়র মাঠে নেমে দোকানপাট ভেঙ্গে দিচ্ছে।
লাইসেন্স থাকার পরেও পাত্তা দিচ্ছে না ভান্ডারদের। এর বিরুদ্ধে কংগ্রেস আগেই রাজ্য সরকারকে এবং আগরতলা পুর নিগমকে সতর্ক করেছিল। তারপরও এই ধরনের নির্মম কার্যকলাপের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলন ঘোষণা করেছে। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে প্রত্যেক জেলায় আন্দোলন সংঘটিত করা হবে। পাশাপাশি আগামী সাত অক্টোবর আগরতলা পুর নিগম অভিযান সংঘটিত করবে সদর জেলা কংগ্রেস বলে জানান তিনি। এদিকে সদর জেলা কমিটির সহ-সভাপতি মনোরঞ্জন দেবনাথ জানান, বর্তমান রাজ্য সরকার এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করেছে। দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর কোন নিয়ন্ত্রন নেই। বেকার সমস্যায় জর্জরিত যুবরা।
কর্মসংস্থান নেই বললেই চলে। অর্থনৈতিক অবস্থা সারাদেশে ভেঙ্গে পড়েছে। এর মধ্যে সম্প্রতি রাজ্য সরকার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে এবং আগরতলা পুর নিগম তিন থেকে চার গুণ সম্পদ কর বৃদ্ধি করেছে। মানুষের হাতে পয়সা নেই। তার উপর দিয়ে আবার শহর এলাকায় চলছে পূজার পাক মুহূর্তে বল প্রয়োগ করে শহর পরিষ্কার নামে উচ্ছেদ অভিযান। এর বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন গড়ে তুলতে এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, মহিলা কংগ্রেসের প্রদেশ সভাপতি শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।