স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন করার দায়ে সাড়ে তিন মাস পর অভিযুক্তকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, ২৯ জুন রাজধানীর বলদা খাল এলাকায় নন্দু সরকার নামে এক যুবককে বেশ কয়েকজন মিলে বেধড়ক ভাবে মারধর করে। পরে পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
তার নাম নন্দু সরকার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত নন্দু সরকারের স্ত্রী পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনের নাম জানতে পারে। অবশেষে দীর্ঘ প্রায় তিন মাসে পর এই হত্যা কাণ্ডের মূল মাস্টার মাইন্ড বিপ্লব দাসকে জালে তুলতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি জানান। এই মামলায় এখনো পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও বেশ কয়েকজন পলাতক রয়েছে। এই হত্যা কাণ্ডের মুল মাস্টার মাইন্ড বিপ্লব দাস ওরফে বিষ্ণুকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃত বিপ্লব দাসকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। জানা যায়, এই হত্যাকান্ডে মূল অভিযুক্ত বিপ্লব। নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে এবং অভিযুক্তকে কঠোর শাস্তি দাবি জানায়।