Friday, January 3, 2025
বাড়িরাজ্যসরকারি নির্দেশ মেনে পুজোর আয়োজন করতে হবে : পর্যটনমন্ত্রী

সরকারি নির্দেশ মেনে পুজোর আয়োজন করতে হবে : পর্যটনমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর :   সরকারি নির্দেশিকা মেনে ক্লাব ও পুজো কমিটিগুলিকে পুজোর আয়োজন করতে হবে। যানবাহন থামিয়ে কোনও অবস্থাতেই চাঁদা সংগ্রহ করা যাবে না। চাঁদা নিয়ে জুলুমবাজিও করা চলবে না।

আজ জিরানীয়া মহকুমার অগ্নিবীণা হলে মহকুমার ক্লাব ও পুজো কমিটিগুলিকে নিয়ে অনুষ্ঠিত সভায় পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। সভায় পর্যটনমন্ত্রী প্রশাসনের সমস্ত নিয়মনীতি মেনে সুস্থ ও সুন্দরভাবে শারদোৎসব আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেছেন। পর্যটনমন্ত্রী বলেন, বিজয়া দশমীর সময় মূর্তি বিসর্জন যাতে সুশৃঙ্খলভাবে হয় সেজন্যও মহকুমা প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

সভায় মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা ও মহকুমা পুলিশ আধিকারিক শারদোৎসবের সরকারি নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লদাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, সমাজসেবী তড়িৎ দেববর্মা প্রমুখ। সভায় মহকুমার বিভিন্ন ক্লাব ও বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধি, পূর্ত, আরক্ষা, বিদ্যুৎ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য