Friday, December 1, 2023
বাড়িরাজ্যশহর যানজট মুক্ত করতে ময়দানে নামলেন খোদ মেয়র

শহর যানজট মুক্ত করতে ময়দানে নামলেন খোদ মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক আগরতলা অক্টোবর : সকালে উচ্ছেদ আর সন্ধ্যায় ফের দখল শহর। এই সংস্কৃতি থেকে বের হয়ে এবার কঠোর হলো আগরতলা পুর নিগম। শহরকে যানজট মুক্ত রাখতে মঙ্গলবার সন্ধ্যায় খোদ মেয়র সরজমিনে আগরতলা শহর পরিদর্শন করেন।

আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা ও যানজট মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র। বটতলা, জিবি বাজার এলাকার পর মঙ্গলবার সন্ধ্যায় শহরের প্রান কেন্দ্রে চলে অবৈধ দখল মুক্ত করা অভিযান। এদিন পুর নিগমের মেয়র, কমিশনার শৈলেশ কুমার যাদবের নেতৃত্বে পোস্ট অফিস চৌমুহনী থেকে পুরনো মোটর স্ট্যান্ড পর্যন্ত চলে অভিযান। যারা লাইসেন্স থাকার পরেও নির্দিষ্ট জায়গার বেশি নিয়েছেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যারা অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন সেসব সামগ্রীও পুর নিগম সরিয়ে দেয়। পুর নিগমের মেয়র জানান যানজট মুক্ত করার প্রয়াস চলবে ধারাবাহিক। ফুটপাত পরিষ্কার রাখার ব্যবস্থা করে দেবে নিগম। অভিযান আগামী দিনে এই জারি রাখবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য