স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : মুখ্যমন্ত্রী হয়েও কাজ ও দায়িত্বের প্রতি প্রফেসর ডাঃ মানিক সাহা আজ অসাধারণ নিষ্ঠা ও দক্ষতার নিদর্শন রাখলেন। সরকারি কাজের ব্যস্ততার মাঝেও সমাজসেবায় তিনি ক্লান্তিহীন ভাবে কাজ করে যাচ্ছেন । শত ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রী নিজের ডাক্তারি পেশাকে ভুলে যাননি । আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা নিজের ব্যস্ত কর্মসূচির মাঝেও তাঁর এক প্রাক্তন ছাত্রের অস্ত্রোপচারের জন্য ছুটে যান ত্রিপুরা মেডিকেল কলেজে। মুখ্যমন্ত্রীর এই প্রাক্তন ছাত্রের নাম ডাঃ সায়ন্তন চৌধুরী ।
সম্প্রীতি একটি টু হুইলার দুর্ঘটনায় তরুণ চিকিৎসক সায়ন্তন চৌধুরী মুখের ডান দিকে সাব-কন্ডিলার ফ্র্যাকচারের শিকার হয়েছিলেন। এজন্য জরুরী অস্ত্রোপচারের প্রয়োজন হয় । এই তরুণ চিকিৎসকের পিতা অবসরপ্রাপ্ত প্রকৌশলী হারাধন চৌধুরী সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারের সময় তিনি ছেলের অস্ত্রোপচার নিজের হাতে করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান । প্রাক্তন ছাত্রের পিতার আবেদনের সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী সফলভাবে চিকিৎসক সায়ন্তন চৌধুরীর অস্ত্রোপচার করেন।