স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : প্রয়াত হলেন পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত সত্যরাম রিয়াং। ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্যের জন্য পদ্মশ্রী পুরষ্কার পেয়ে সমগ্র ভারতের মধ্যে শান্তিরবাজারের নাম উজ্বল করেছিলেন শান্তিরবাজার মহকুমার দশমী রিয়াং পাড়ার বাসিন্দা সত্যরাম রিয়াং।
সোমবার সকালে প্রয়াত হন পদ্মশ্রী পুরুস্কার প্রাপ্ত সত্যরাম রিয়াং। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রয়াত সত্যরাম রিয়াং-এর আত্মার সদ্গতি কামনা করার পাশাপাশি ওনার পরিবার পরিজনদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। এইদিকে তাঁর প্রয়াণের খবর পেয়ে ওনার বাসভবনে ছুটে যান বিজেপি ৩৬ শান্তিরবাজার মন্ডলের নেতৃত্ব। এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং কাজের সুবাদে বহিঃরাজ্যে রয়েছেন। তাই বিধায়কের অনুপস্থিতিতে প্রয়াত সত্যারাম রিয়াং-এর পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি ৩৬ শান্তিরবাজার মন্ডলের নেতৃত্বরা। মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, বিজেপির দক্ষিন জেলার কিষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, বিজেপির দক্ষিন জেলার ওবিসি মোর্চার সভাপতি দুলাল দেবনাথ সহ অন্যান্যরা দশমী রিয়াং পাড়ায় গিয়ে প্রয়াত সত্যরাম রিয়াংকে শেষ শ্রদ্ধা জানান।