স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : বিগত সরকারের আমলে মালিক ও শ্রমিকের মধ্যে ঝামেলা লাগিয়ে শিল্প গুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সরকারে টিকে থাকার জন্য বিদেশী চিন্তা ধারাকে কার্যকর করে সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছিল পূর্বতন সরকার।
এখন আত্মনির্ভর ত্রিপুরা এবং আত্ম নির্ভর ভারতের কথা বলা হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে বহু শিল্প গড়ে উঠছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরায় বিনিয়োগ আসছে। শুক্রবার আর কে নগর স্থিত শিল্প নগরীর ব্যাম্বু পার্কে বাঁশ ভিত্তিক শিল্প কারখানার সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরো বলেন অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান এবং নারী ক্ষমতায়নে বিভিন্ন শিল্পকেন্দ্রের গুরুত্ব অপরিসীম। এই দিকটি বিবেচনায় রেখে নতুন শিল্প স্থাপনে উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে এই রাজ্যে এখন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন বিভিন্ন জায়গার উদ্যোগপতিরা। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, টি আই ডি সি-র চেয়ারম্যান নবাদল বনিক সহ অন্যান্যরা। পরে শিল্পকেন্দ্র পরিদর্শন করেন। উপস্থিত উদ্যোগপতি এবং কর্মীদের সাথে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী।