স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : শুক্রবার ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজ্যুমার ফেডারেশন লিমিটেডের নয়া চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন টুটন দাস। তিনি বিদায়ী চেয়ারম্যান মানিক লাল দাসের স্থলাভিষিক্ত হয়েছেন।
ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজ্যুমার ফেডারেশন লিমিটেডের কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন টুটন দাস। চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর অফিসের কর্মীরা পুস্প স্তবক দিয়ে উনাকে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে টুটন দাস জানান ওনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তিনি সঠিক ভাবে পালন করবেন। পাশাপাশি এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।