স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে বেজিমারা থেকে ৬৫০ বোতল ফেন্সিডিল এবং এস কফ সিরাপ উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকার অধিক। সোনামুড়া থানাধীন বেজিমারা সবুজ রহমানের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এই নেশা সামগ্রী।
আটক করা হয়েছে দুই জনকে। তারা হল জলিল মিয়া, বাড়ি বড়মুড়া এবং আলমগীর হোসেন, বাড়ি বাঁশ পুকুর। দুই জনের বাড়ি যাত্রাপুর থানা এলাকায়। তাদের দুজনকে সোনামুড়া আদালতে তোলা হবে বলে জানান সোনামুড়া থানার ওসি পরিতোষ দাস। তিনি আরো জানান অভিযুক্ত দুজনের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং তাদের সাথে আরো কারা জড়িত রয়েছে সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।