স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : শুক্রবার সকাল থেকে ভালবাসা ফিরিয়ে দেবার দাবিতে প্রেমিক তার প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে। এই বিষয়ে ছেলেটির সাথে কথা বললে জানা যায় ছেলেটির নাম তপু দেব। বয়স ২৩। বাড়ির খোয়াই থানাধীন পহরমুড়া এলাকার মজুমদার টিলায়।
পেশায় একজন রাজমিস্ত্রি। দীর্ঘ চার বছর আগে এলাকাতে একটি বিবাহের অনুষ্ঠানের পরিচয় হয়েছিল খোয়াই দুর্গানগর কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা মেয়েটির সাথে।তারপর মেয়েটি এবং তপু দেবের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতিক তাদের বিচ্ছিন্ন হয়। শুক্রবার সকাল থেকে ভালোবাসা ফিরে পাওয়ার জন্য মেয়েটির বাড়ির সামনে এসে তপু ধর্নায় বসে। মেয়ের বাড়ির লোকজন খবর দেয় পুলিশকে। পুলিশ এসে দেবদাস তপুকে থানায় তুলে নিয়ে যায়।