স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে মিডিয়া ক্রস বর্ডার ট্রেড কনকটিভিটি রোল অন ইন্টারেক্টিভ সেশনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন স্কুল অব লজেসস্টিক কমিউনিকেশনের প্রধান সুশান্ত দত্ত, আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে, সম্পাদক রমাকান্ত দে, সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ আর অনন্যারা।
উপস্থিত প্রধান বক্তা সুশান্ত দত্ত এদিন আয়োজিত কর্মশালায় ভারত বাংলাদেশে মৈত্রী সম্পর্ক সহ দুই দেশের যোগাযোগ মাধ্যম ও বাণিজ্যিক উন্নয়নের দিকগুলি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের সরকারকে কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যের উন্নতি করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এবং সীমান্তবর্তী এলাকায় কি ধরনের সচেতন মূলক কার্যকলাপ গ্রহণ করতে হয় সে বিষয়টি এদিন সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন তিনি।বিশেষ করে বাংলাদেশের সাথে আন্তঃ সীমান্ত বাণিজ্যে শুধু ত্রিপুরার পণ্যই নয়, দেশের পূর্ববর্তী অন্যান্য রাজ্যগুলির পণ্যও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলিতে পাঠানো সহজ হয়ে যাবে। ত্রিপুরা এখন বিমান, সড়ক ও রেলওয়ে নেটওয়ার্কের সাথে ভালভাবে সংযুক্ত এবং অচিরেই সাব্রুমের মৈত্রী সেতু খুলে গেলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হবে। খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ।