স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : গোপন সূত্রের ভিত্তিতে খোয়াই থানাধীন বেলফাং নাকাতে তল্লাশি চালিয়ে একটি অটো থেকে ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে পুলিশ গোপন সূত্রের খবরে জানতে পারে আগরতলার দিক থেকে TR 01 J 4204 নম্বরের একটি যাত্রীবাহী অটোতে করে ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছে।
এবং এগুলো খোয়াই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই খবর পেয়ে খোয়াই থানার পুলিশ বেলফাঁং নাকাতে গিয়ে উৎপেতে বসে থাকে। কিছুক্ষণ অপেক্ষার পর সেই অটোটি আসতেই আটক করে তল্লাশি চালিয়ে অটোর ভিতর থেকে দুই যুবককে আটক করে পুলিশ। ধৃতদের নাম প্রসেনজিৎ দেব এবং রাজু দেব। তাদের বাড়ি সিধাই মোহনপুর। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ব্রাউন সুগারের প্যাকেট ও এক হাজার ব্রাউন সুগারের কৌটা, দুটি মোবাইল ফোন, দুটি মানিব্যাগ।