স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে খুন হতে হলো এক ব্যক্তিকে। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার জম্পুইজলা বুধুচন্দ্র পাড়ায় এক পরিচিত সঞ্জু দেববর্মার বাড়িতে তার ছেলের জন্ম দিনের অনুষ্ঠানে যায় চম্পকনগর ব্রজবাসী পাড়ার বাসিন্দা সঞ্জয় দেববর্মা। সেখানে মদ্যপানের আসরে কোন একটি বিষয় নিয়ে কথাকাটি হয় সঞ্জু ও সঞ্জয়ের মধ্যে।
অভিযোগ সঞ্জুর বাড়িতে সঞ্জয়কে বেধড়ক মারধোর করা হয়। সেখান থেকে কোন ক্রমে প্রান বাঁচিয়ে নিজ বাড়িতে ফিরে আসে সঞ্জয়। পেশায় গাড়ি চালক সঞ্জয় বাড়ি ফিরে মাথায় ব্যাথার কথা পরিবারের সদস্যদের জানায়। কিছুক্ষন বাদে সঞ্জু দেববর্মা তার দলবল নিয়ে সঞ্জয়ের বাড়িতে এসে ফের আক্রমণ চালায়। মারধোরের ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তারা চম্পট দেয়। গুরুতর আহত সঞ্জয়কে উদ্ধার করে খুমুলুঙ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয় তাকে। এরপর চিকিৎসাধীন অবস্থায় রবিবার মৃত্যু হয় সঞ্জয় দেববর্মার। পরিবারের অভিযোগ চিকিৎসকের কাছ থেকে তারা অবগত হয়েছেন মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করায় রক্ত ক্ষরণ হয় সঞ্জয়ের। আর তা থেকেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। এই ঘটনায় হত্যার অভিযোগ তুলেছে পরিবার। চম্পকনগর পুলিশ ফাঁড়িতে সঞ্জু দেববর্মার ও তার বন্ধুদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরিবারের সদস্যরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।