স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : আবারো রাতের অন্ধকারে শহরে গাড়ি ভাঙচুর। শনিবার রাতে আগরতলা জগন্নাথ বাড়ি এলাকায় রাস্তার পাশে দাড় করিয়ে রাখা চারটি গাড়ির গ্লাস ভেঙ্গে দিয়ে যায় দুর্বৃত্তরা। রবিবার সকালে বিষয়টি নজরে আসে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের। তারপর খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ ক্ষতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত একটি গাড়ির মালিক জানান কয়েকদিন পূর্বেও একটি গাড়ি ভাঙ্গা হয়েছে। শনিবার রাতে মোট চারটি গাড়ি ভাঙ্গা হয়েছে। প্রতিটি গাড়ির অভ্যন্তরে ইট পরে রয়েছে। চারটি গাড়ির গ্লাস ভাঙ্গার পাশাপাশি একটি বাড়ির জানালার গ্লাসও ভেঙ্গে দেওয়া হয়েছে।